বাংলাদেশ কি আসলেই উন্নত হচ্ছে নাকি আমরা প্রতিদিন শুধু কিছু নেতার ফাঁকা গলাবাজি শুনি?

1 Answers   7.8 K

Answered 2 years ago

বাংলাদেশের বেশিরভাগ নেতার প্রথম পাঁচ মিনিট শুরু হয় চাটুকারীতা এবং তেলবাজি দিয়ে। তবে হাতেগোনা গুটিকয়েক ত্যাগী এবং জনবান্ধব প্রতিনিধি ও নেতাও রয়েছেন বৈকি।

বাংলাদেশ আগের চেয়েও উন্নত হয়েছে তাতে কোন সন্দেহ নেই । কিন্তু সমস্যা হচ্ছে গলাবাজি কিন্তু থামছে না ।আমরা কাজের চেয়েও গলাবাজি বেশি করি। আমাদের ফাঁকা বুলিও অনেক বেশি ।তাই হরহামেশায় দেখা যায় নেতাদের বিভিন্ন উদ্ধত্যপূর্ণ ও কাণ্ডজ্ঞানহীন বক্তৃতা।নেতাদের অনেক ভাবলেশহীন ভাষণ ফেইসবুক এবং ইউটিউবে ভাইরালও হচ্ছে। অনেকে নেতাদের এসব বক্তৃতা শুনে ব্যাপকভাবে বিনোদিত ও পুলকিত হন। অনেকেই হাসতে হাসতে গড়াগড়ি খান। কারন তাদের অনেকের কথার সাথে বাস্তবতার কোন মিল নেই। বাস্তবতার সাথে তাদের বক্তৃতা ব্যাপক অসামঞ্জস্যপূর্ণ । বেশিরভাগ নেতার বচন বা কথামালা গোঁজামিল ,অতি মাখামাখি ও তোষামোদিতে সয়লাব । তাদের মধ্যে অনেকেই রয়েছেন হিপোক্রেট ,যারা শুধুমাত্র তেল দিয়ে দিয়ে আরো উচ্চপদে যেতে চান ।তাদের অনেকে এখন পড়ে আছেন কীভাবে একে অন্যকে উপড়ে ফেলবেন, কীভাবে অন্যকে সরিয়ে দিয়ে নিজে মন্ত্রী হবেন ;কীভাবে আরো উচ্চ ক্ষমতার মসনদে নিজেকে প্রতিষ্ঠিত করবেন ,এটাই তাদের এখন একমাত্র লক্ষ্য। যে জনপ্রতিনিধি শপথ করেছেন জনগণের সেবা করার জন্য ,আজকে সে জনপ্রতিনিধি তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত ।নিজেদের স্বার্থসিদ্ধি গোছাতে তারা ব্যস্ত। বস্তুত রাজনীতি এখন একটা ব্যবসা ।এখানে জনকল্যাণের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না।

Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions