বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত । বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী নাফ। এই নদীটি আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে দুই দেশকে বিভক্ত করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । ৬৪ কিমি দীর্ঘ এ নদীর ৫৬ কিমি-ই বাংলাদেশে ও মিয়ানমারের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে।
Mohon Ali publisher