Answered 2 years ago
এরকম হাস্যকর প্রশ্নের মানে কি? কোরায় কি জ্যোতিষীরা লেখালেখি করেন নাকি? আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে এই প্রশ্ন করার এখতিয়ারও আপনার নেই। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়। মাইনরিটি পপুলেশন নিয়ে একটা গবেষণালব্ধ তত্ত্ব বলছি, শুনুন। যে কোন দেশে মাইনরিটি পপুলেশনের দুটি ভাগ থাকে মোটাদাগে। স্বচ্ছল ও উচ্চশিক্ষিত এবং দরিদ্র ও মোটামুটি শিক্ষিত বা নিরক্ষর। এদের মধ্যে স্বচ্ছল ও শিক্ষিত গ্রুপটি সমাজের মূলধারার মেজরিটি কমিউনিটির সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকে। তাদের অর্থ, বিত্ত, যোগ্যতা, সামাজিক অবস্থানের কারণে যে সমাজে তারা চলাফেরা করে সেখানে মেজরিটি মাইনরিটি ভেদাভেদ লোকে করে না। মেজরিটি মাইনরিটির ভেদাভেদ করে এর থেকে ফায়দা নিতে চায় কিংবা ভিকটিম কার্ড খেলতে চায় মূলত দরিদ্র ও অশিক্ষিত মাইনরিটির অংশে। কারণ, এই অশিক্ষিত মাইনরিটি সমাজের যে পরিমন্ডলে বাস করে সেখানকার মেজরিটি (এক্ষেত্রে মুসলিম) লোকজনও দরিদ্র ও অশিক্ষিত। তাই এই গোটা সমাজেই অভাব দারিদ্র্য লেগেই থাকে। যেখানে অভাব দারিদ্র্য থাকবে সেখানে শঠতা, প্রবঞ্চনা, অপরাধ ঘটবেই। যে কোন সংঘাতেই মেজরিটি বা মাইনরিটিকে একটা ইস্যু বানিয়ে বাড়তি সুবিধা নেবার চেষ্টা করা হবেই। এসব সংঘাতে অনেকেই ভিটেমাটি ছেড়ে দেন। অন্য এলাকা কিংবা অন্য দেশে মাইগ্রেট করেন। কিন্তু এই দরিদ্র অশিক্ষিত মাইনরিটির মাইগ্রেশনই গোটা দেশের চিত্র নয়।
একটি দেশের জনসংখ্যা কমবার অনেক কারণ থাকে। সেটা আবশ্যিকভাবে পাশের দেশে চলে যাওয়া নয়। বাংলাদেশে আমার পরিচিত যে ক'জনকে আমি বিদেশে সেটেল হতে দেখেছি এর মধ্যে অর্ধেকই হিন্দু, বৌদ্ধ। এরা সবাইই উচ্চশিক্ষিত, স্কিল্ড ওয়ার্কার লেভেলে মাইগ্রেশন করেছেন। আবার প্রজনন হারও একটি বিষয় জনসংখ্যা বৃদ্ধির বেলায়। কোন নির্দিষ্ট কমিউনিটির যদি সন্তান জন্মের হার কমে যায় তাহলে তাদের জনসংখ্যাও কমবে।
আমি বুঝিনা ভারতীয় বন্ধুরা বাংলাদেশে হিন্দু কমা বাড়া নিয়ে এতো চিন্তায় পড়ে যান কেন? উনাদের এতো দুশ্চিন্তা হলে, বাংলাদেশ থেকে মাইগ্রেট করে ভারতে যাওয়া হিন্দুদেরকে উনারা কেন থাকতে দিচ্ছেন? ঘাড় ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন না কেন? যেসকল দরিদ্র অশিক্ষিত হিন্দু বাংলাদেশ থেকে উন্নত জীবনের আশায় ভারতে চলে যায়, তারা সবাই এক গৎবাঁধা গপ্পো মারে। ওপাড়ে আমার বিঘে বিঘে জমি, মুসলিমদের অত্যাচারে সব ফেলে এক কাপড়ে চলে আসতে হয়েছে বাবা! এরকম গপ্পোবাজদের মধ্যে রূপা গাঙ্গুলিও আছেন। অথচ রূপা গাঙ্গুলি মোটেও নির্যাতিত বা সেরকম কিছুই ছিলেন না। এগুলি জাস্ট রাজনীতিতে সিমপ্যাথি ভোট আদায় করা, সাম্প্রদায়িকতা উস্কে দেবার জন্য বলা
rayhanrafi publisher