Answered 2 years ago
স্কুলে যখন পড়তাম সহপাঠীরা মালাউনের বাচ্চা, গোমূত্র, নোলি, গোবর ইত্যাদি কত নামে উত্তক্ত করেছে। সেই স্কুল জীবন থেকেই কতবার মুসলিম ধর্ম গ্রহণ করার দাওয়াত পেয়েছি হিসেব নেই। চাকরির বাজারেও হিন্দুদের বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়। তবে বর্তমান সরকার স্টেপ নিচ্ছে। সরকারী চাকরিতে কোটা রয়েছে। কিন্তু সংখ্যাগুরুরা যখন অবজ্ঞা, ঘৃণার চোখে দেখে তখন পরিবেশ কী হয় বুঝুন?
Mohon Ali publisher