বাংলাদেশে সিম্ফনি'র ফোনগুলো বেশ জনপ্রিয় ছিল এবং ওয়ালটন নিজেদেরকে ‘আমাদের (দেশি) পণ্য’ বলে দাবি করে। এগুলো আসলেই কি বাংলাদেশী পণ্য? বিস্তারিত জানাতে পারবেন?

1 Answers   7.7 K

Answered 2 years ago

সিম্ফনি এবং ওয়ালটন দেশিয় ব্র‍্যান্ড। তাদের সকল পন্যে তারা মেইড ইন বাংলাদেশ লিখে না। মিনিমাম ৪০% পন্য বা সেবা উৎপাদন করলে তবে মেইড ইন বাংলাদেশ বলা যায়। ওয়াল্টনের মেইড ইন বাংলাদেশ অনেকগুলো মোবাইল রয়েছে।


অনেকেই উত্তর দিয়েছেন এসব নাকি চায়না মাল। চায়না বলতে সব পন্য চায়নার নয়। বিশ্বের কোন মোবাইল এক কোম্পানি তৈরি করে না।


যেমন প্রত্যেকটা মোবাইলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আমেরিকার তৈরি। প্রসেসর তৈরি করে ইন্টেল সহ অনেক গুলো কোম্পানি যেগুলো আমেরিকার। বেশীরিভাগ ক্যামরা বানায় সনি যা জাপানের। র‍্যাম, মেমরি , হার্ড ড্রাইভ তৈরি করে স্যামসাং যা কোরিয়ার কোম্পানি।


তার মানে একটা মোবাইল কোন একটা কোম্পানি বানাতে পারেনা। এটা আইফোন বলেন আর স্যামসাং বলেন সবার ক্ষেত্রেই। এমনকি আইফোনের ডিসপ্লে পর্যন্ত তার চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং তৈরি করে।


ওয়ালটন আমাদের পন্য লিখে তাদের ব্র‍্যান্ডিং হিসেবে। কারন ফ্রিজ, টিভি, এসি, ফ্যান, মোটর সাইকেল (ইঞ্জিন ব্যাতিত) সহ অনেক পন্য তারা বাংলাদেশে তৈরি করে তাই তারা আমাদের পন্য লেখার যোগ্যতা রাখে।

Jewel
jewel
279 Points

Popular Questions