Answered 2 years ago
প্রত্যক্ষ সেবামূলক পেশা কে বেশি কঠিন মনে হয় আমার কাছে। বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্তই নিকট অতীতে অর্থনীতির ভাল অবস্থার কারণে নিম্নবিত্ত থেকে উন্নীত হয়েছে। মানসিকতার পরিবর্তন এদের ঘটেনি। যারা সেবা পেশায় আছে যেমন পুলিশ, ডাক্তার, নার্স, গ্রাহক সেবা কর্মকর্তা বা ব্যাংকার, তাদেরকে এই হঠাৎ গজিয়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণী নিজেদের দাস জ্ঞান করে বলেই মনে হয়। এই পেশাগুলোতে সত্যি বলতে মেজাজ নিয়ন্ত্রণ করে কাজ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
jhuntumia publisher