বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নিয়ে কার এত সমস্যা?

1 Answers   12.5 K

Answered 2 years ago

যে কারণে রাষ্ট্রধর্ম ইসলাম চাইনা—

রাষ্ট্রধর্ম ইসলাম হলে বাংলাদেশে যে অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তারা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে।তাই রাষ্ট্রধর্ম ইসলাম সমর্থনযোগ্য নয়।

বাংলাদেশের বেশিরভাগ বাঙালি হলো মুসলিম। কিন্তু বাংলাদেশে অন্যান্য অনেক জাতিগোষ্ঠীর মানুষও বসবাস করে ,যাদের ধর্মও ইসলাম নয়। রাষ্ট্রধর্ম ইসলাম হলে এটি তাদের সাথে একটি বৈষম্য এবং প্রবঞ্চনা বলেই মনে হবে।

একটি দেশে অনেকগুলো জাতি থাকতে পারে ;অনেকগুলো ধর্ম থাকতে পারে ।একটি দেশ শুধুমাত্র একটি জাতির নয় ,একটি ধর্মের নয়। তাই রাষ্ট্রধর্ম ইসলাম করার অর্থই হচ্ছে এক জাতি ,এক ধর্মকে পৃষ্ঠপোষকতা করা। এটি অত্যন্ত আপত্তিকর এবং বর্তমান আধুনিক যুগের সাথে সাংঘর্ষিক।

রাষ্ট্রধর্ম ইসলাম হলে দেশে 'প্রো' তালেবান সেন্টিমেন্ট এবং উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ বাড়ার আশঙ্কা থাকতে পারে। মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা ও মুক্তির স্বাধীনতা ,ব্যক্তিস্বাধীনতা, ভিন্ন বিশ্বাস এবং ভিন্নমতের উপর আঘাত ক্রমেই বাড়বে।

রাষ্ট্রধর্ম ইসলাম থাকা এবং তা মানার অর্থ হচ্ছে এখনও সে পশ্চাৎপদেই পড়ে থাকা ও মধ্যযুগীয় চিন্তাভাবনা লালন করা এবং উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া।

রাষ্ট্রধর্ম ইসলাম থাকা মানে এটা বর্তমান আধুনিক বিশ্বব্যবস্থার সাথে সাংঘর্ষিক, গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক ।এটা দিয়ে(রাষ্ট্রধর্ম) বড়জোর একটি জঙ্গিরাষ্ট্র বানানো যাবে। বাংলাদেশে এটা খুব ভালো করে সম্ভব। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত হুজুগে এবং প্রথাগত চিন্তায় বেশি মশগুল থাকে।

বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি বা মূল স্তম্ভ —ধর্মনিরপেক্ষতা ,বাংলাদেশী (বাঙালি) জাতীয়তাবাদ ,সমাজতন্ত্র ও গণতন্ত্র ।তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম মানেই এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে সাংঘর্ষিক, মহান মুক্তিযুদ্ধের সাথে একাত্মতার পরিপন্থী।

বাংলাদেশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল মুক্তি -সংগ্রাম এবং যুদ্ধের ইতিহাস। আর সেই মুক্তি -সংগ্রামের ইতিহাসে বাংলাদেশের হিন্দু ,বৌদ্ধ ,খৃষ্টান ও মুসলিম নির্বিশেষে সবাই ঐক্যের মাধ্যমে এক সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে ।সবারই অবদান রয়েছে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে ।আর রাষ্ট্রধর্ম ইসলাম করার অর্থ হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীদের অবদানকে অস্বীকার করা।

রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে বাংলাদেশ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবেনা ।এটা শতভাগ নিশ্চিত ।বাংলাদেশ হবে বহির্বিশ্বের একটি ব্যর্থ রাষ্ট্র।এমনকি বাংলাদেশ এখনও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না ।বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিতে হলে অবশ্যই একটি ধর্মনিরপেক্ষ, উদার এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ।ইসলামকে বাতিল করতে হবে রাষ্ট্রধর্ম হিসেবে।

রাষ্ট্রধর্ম ইসলাম মানেই হচ্ছে নারীদেরকে গৃহবন্দী করে রাখার পাঁয়তারা। ধর্ম নারীদেরকে বাধা দিচ্ছে কাজে প্রবৃত্ত হতে ।নারীদেরকে কর্মবিমুখ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করা হচ্ছে। আর একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দেশে সবারই সমান অধিকার রয়েছে। সেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে যেকোন পেশায় নিয়োজিত হতে পারে।

তাই রাষ্ট্রধর্ম ইসলাম থাকা এবং তা মেনে চলা উন্নয়নের সাথে সাংঘর্ষিক ,প্রগতির সাথে সাংঘর্ষিক ,বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, প্রযুক্তির সাথে সাংঘর্ষিক এবং সর্বোপরি এটি নারী-বিদ্বেষকেও উসকে দেয়।


Ahmed Bee
ahmedbee
248 Points

Popular Questions