বাংলাদেশে যে কয়লা উৎপাদন হয় সেই কয়লা যায় কোন দেশে?
0
0
1 Answers
6.4 K
0
Answered
1 year ago
বাংলাদেশের বড়পুকুরিয়ায় সবচেয়ে বড় কয়লার খনিটি রয়েছে। এ কয়লা খুবই উন্নত মানের বিটুমিনাস কয়লা। যদি এই কয়লা আমদানি করা হত তাহলে তার খরচ হত উত্তলোনকৃত কয়লার দ্বিগুন। এছাড়াও কিছু ছোট খনির কথা শোনা যায়, তবে এ বিষয়ে নিশ্চিত নই।
বড়পুকুরিয়ায় দৈনিক প্রায় ১৫০০-৩০০০ মে.টন কয়লা
উত্তলোন করা হয়। উত্তোলিত কয়লা থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৪৫০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এতে পরিবেশে দূষণ রোধ হয় এবং পরিবহন খরচ হ্রাস পায়।
tarik006 publisher