বাংলাদেশে যদি আবার বিএনপি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশের কী কী পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?

1 Answers   12.2 K

Answered 2 years ago

আগে এটা চিন্তা করুন ক্ষমতায় আসার পর বিএনপির সামনে যে দেশের একটা অর্থনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, সেটাকে কেমনে সামাল দিবে? বিগত বছরগুলোতে আওয়ামীলীগের কোটি টাকা লুটপাটে দেশ এবং দেশের সিস্টেমের যে লালবাতি জ্বলবে সেটা কিভাবে নিভাবে সেই চিন্তা তাদের সামনে প্রথমে আসবে। এটা তাদের জন্য হবে বড় একটা চ্যালেঞ্জ।

বাংলাদেশে যদি আবার বিএনপি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশের কী কী পরিবর্তন আসতে পারে?

আহামরি তেমন কিছুই হবেনা। ক্ষমতায় থাকলে চুরি করার অভ্যাস সবারই থাকে। তবে যেসব বিষয় নিয়ে বিএনপি একটু বেশি সিরিয়াস হবে,

তারা এত বছর ধরে যে অত্যাচার সহ্য করেছেন তার প্রতিশোধ ঠিকই নিবে।

আওয়ামীলীগ যেরকম তাদের উপর কঠিন হয়েছিল, বিএনপি আওয়ামীদের প্রতি তার থেকেও ভয়ঙ্কর হবে।

ওইযে তারেক রহমান, তাকে আগে দেশে নিয়ে আসবে। তারপর তার ক্ষোভ তো তিনি সুদে আসলে পুরন করবেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ক্ষেত্রে যতটা সুদক্ষ, কৌশলী বিএনপি সেরকম সুদক্ষ, কৌশলী কখনোই হতে পারবেনা।

আমার রুমমেট বলতেন, আওয়ামীলীগ বিএনপি নাকি গুয়ের এপিট আর ওপিট। কথাটার সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত না হলেও ৮০ শতাংশের ক্ষেত্রে আমি একমত।

Mr. Titus
titu
278 Points

Popular Questions