Answered 2 years ago
বাংলাদেশে মসজিদে ঘুমানোর প্রথা নেই। এমন প্রথা আছে ইন্দোনেশিয়াতে। সে বিষয়ে লেখার শেষে কিছু তথ্য আছে।
আপনি আধুনিক যুগে বাস করেন। অন্তত কয়েক শত মানুষের সাথে আপনার পরিচয় আছে। এদের মধ্যে মাত্র ২০ জনকে খুজে বের করুন, যারা জীবনে অন্তত একবার মসজিদে ঘুমিয়েছে। আচ্ছা, বিষয়টা আরো সহজ করে দেই। আপনি এমন একজন মানুষকে খুজে বের করুন, যিনি ২০ জন মসজিদে ঘুমানো লোককে চিনেন।
যে জিনিসটা খুজে পাওয়া কস্টকর, তাকে প্রথা নাম দেন কেন?
প্রথা হলো সেই জিনিস, যেটা সমাজে প্রচলিত আছে। যেমন বিয়ের সময় গায়ে হলুদ। এটা দেশ জুড়ে সবখানেই করে। মসজিদে কয়জন ঘুমায় যে এটাকে প্রথা বলছেন?
তাবলীগি জামায়াত নামক একটি ইসলামিক দল আছে । শুধুমাত্র তারাই মসজিদে ঘুমায়। এটা তাদের দলের নিয়ম। তারা দল বেধে একটা নির্দিষ্ট সময় বিভিন্ন এলাকাতে মসজিদে থাকে। ওখানে থেকে তারা ইসলাম প্রচার করে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই দলের সদস্যরা মসজিদে ঘুমায়। এটা বাংলাদেশের প্রথা নয়। এটা তাবলীগি জামায়াত দলের নিয়ম।
ইন্দোনেশিয়াতে প্রায় সকল পুরুষই জীবনে অন্তত একবার মসজিদে ঘুমিয়েছে। এটাকে প্রথা বলতে পারেন। এরা এক শহর থেকে আরেক শহরে মোটরবাইক চালিয়ে যায়। কয়েক শত কিলোমিটার পথ। সেই পথের মাঝে, বিশ্রামের জন্য মসজিদে ঘুমায়। অনেকে আবার, কোন কিছুর জন্য অপেক্ষা করার সময়টা মসজিদে ঘুমিয়ে কাটায়।
আমি ইন্দোনেশিয়া প্রবাসী। এক অফিসে কোন ফাইল আনতে গিয়েছি, আমাকে বললো তিন ঘন্টা লাগবে। সেই তিন ঘন্টা আমি শপিং মলে ঘুরেছি, কখনো সিনেমা দেখেছি, কখনো মসজিদে ঘুমিয়ে কাটিয়েছি। ঘুমিয়ে থাকলে অপেক্ষার সময়টা খুব দ্রুত চলে যায়। এজন্য অনেকেই মসজিদে ঘুমায় (ছবি দেখুন)।
মসজিদে ঘুমানোর প্রথা ইন্দোনেশিয়াতে আছে, বাংলাদেশে নেই।
belaluddin publisher