বাংলাদেশে চিকিৎসার জন্য কি কোনো ব্যাংক হতে ঋণ দেয়?
0
0
1 Answers
11.9 K
0
Answered
1 year ago
সম্পর্কিত
আমি ব্যাংলোরে আসে দেখলাম অনেক 🇧🇩 বাংলাদেশী হার্টএট্যাকের চিকিৎসা করার জন্য এসেছে, ব্যাংলোরের থেকে বাংলাদেশে ভালো চিকিৎসা হয় শুধু ডাঃ খারাপ আচরনের জন্য এই অবস্থা?
এই ধারণা টি যে ভারতের থেকে বাংলাদেশে ভালো চিকিৎসা হয় টা ১০০% ঠিক নয়। ভারতের সেরা হাসপাতাল গুলো বাংলাদেশের সেরা হাসপাতাল গুলোর থেকে অনেক এগিয়ে। তবে হ্যা ভারতের মাজারি মানের হাসপাতাল গুলোর থেকে বাংলাদেশের সেরা হাসপাতাল গুলো অনেক ক্ষেত্রেই ভালো ।
বছরে অন্তত ১২-২৫ লাখ বাংলাদেশী মানুষ ভারতে আসেন চিকিৎসা করাতে। সংখ্যাটা হয় তো আরো বেশি কারণ মেডিক্যাল ভিসা না পেলে বহু লোক টুরিস্ট ভিসা তে ভারতে চিকিৎসা করাতে ভারতে চলে আসেন ।
আমার পরিবারের চিকিৎসা করাতে গিয়ে ব্যাঙ্গালোরের দুটি জনপ্রিয় হসপিটাল নারায়ানা হেলথ এবং ভেহিদেহি হসপিটালে অনেক বাংলাদেশি পরিবারের সাথে কথা হয়। তাছাড়া বাংলাদেশের চিকিৎসা ব্যাবস্থা নিয়ে বাংলাদেশের অনেক তথ্য পড়েছি। সেই গুলো থেকে কিছু জিনিষ বুঝেছি।
১. বাংলাদেশের উচ্চ মানের হসপিটাল খুব কম আছে। চাহিদা বেশি থাকায় তাদের খরচও খুব বেশি থাকে। ভারতে গত ২০-২৫ বছরে অনেক বড়ো বড়ো বিশ্ব মানের হসপিটাল তৈরী হয়েছে। যা চাহিদার তুলনায় যথেষ্ট বেশি। শুধু মাত্র ব্যাঙ্গালোর পূর্ব তে আমার দেখা এই মুহূর্তে ৫০০+ বেডের ৪ টি হাসপাতাল তৈরি হচ্ছে। সারা ব্যাঙ্গালোর এ হয়তো সংখ্যাটা ২০-৩০ হবে।
khanrabby publisher