Answered 2 years ago
অবশ্যই পারবে।
তবে হোটেলের মানের উপর নির্বর করে। একটা থ্রি স্টার, ফাইভ স্টার হোটেলে পুলিশ চাইলেই রেড দিতে পারে না। কিন্তু নরমাল হোটেলে পুলিশ এটা পারে।
তাই আপনি যেখানেই আপনার স্ত্রী কে নিয়ে উঠবেন, অবশ্যই থ্রি স্টার মানের বা একটু ভালো হোটেল গুলোতে উঠবেন। আর সাথে আপনাদের বিয়ের কাগজ থাকলে কেও হয়রানি করতে পারবে না। আর পর্যটন এলাকার হোটেল গুলোতে নরমাল হোটেলেও সমস্যা হয়না। ধন্যবাদ
ahmedbee publisher