বাংলাদেশে ক্যাডার পুলিশের বিয়ের সময় কি সরকার কর্তৃক দায়িত্ব নেয় যেমনটি সেনা, নৌ, বিমান বাহিনীর অফিসার পদে বিয়ের সময় হয়ে থাকে?

1 Answers   4.5 K

Answered 2 years ago

দেখুন, পুলিশ সার্ভিস হলো সিভিল সার্ভিসের অংশ আর সেনা-নৌ-বিমান বাহিনী হলো মিলিটারী সার্ভিসের অংশ। এ দুটো সার্ভিসের তুলনা করা বাস্তবসম্মত নয়। যাক, আপনার প্রশ্ন যদি বুঝে থাকি, সিভিল সার্ভিসে বিয়ে কর্মকর্তার একান্ত নিজস্ব বিষয়। এমনকি বিবাহিত হলেও এ সার্ভিসে (পুলিশের ক্ষেত্রে কেবল বিসিএস ক্যাডারভুক্ত পদের জন্য প্রযোজ্য) যোগদানে কোন বাঁধা নেই। চাকুরীকালে বিয়ের জন্য অনুমতিরও প্রয়োজন নেই। কিন্তু মিলিটারী সার্ভিসের ভিন্ন নিয়ম, যা পাবলিকলি আলোচনা না করাই শ্রেয়।


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions