বাংলাদেশে কী কী সিজনাল ব্যবসা লাভজনক?

1 Answers   10.7 K

Answered 2 years ago

এমন ব্যবসা যেটার আইডিয়া অন্য কেও তেমন করে নি,আপনি প্রথম সেটা করবেন।যেমন বাংলাদেশে এরোমেটিক সাবান তারা ১০০ভাগ হালাল এই ব্রান্ড দিয়ে ব্যবসা করেছে।যেমন যাদের ভাল মুল্ধন আছে ,তারা দুরপাল্লার যাত্রি পরিবহনের জন্য বাস ট্রান্সপোর্ট ব্যবসা করছে,কিন্ত এই ব্যবসা তে ইউনিক কি আনতে হবে।এইধরনের বাস সার্ভিস চালু যারা পরিবহনে নামাজের জন্য সময় দিবে,শুধু তাই না বাসের ড্রাইভার ও স্টাফ রা ইমামতি করবে।যাত্রা পথে সময় হিসাব করে কিছু মসজিদের সাথে চুক্তি করবে,যেখানে যাত্রিদের নামাজের ব্যবস্থা করবে।মহিলা যাত্রিদের পর্দার সাথে বসার ব্যবস্থা ,মাহরাম বাদে ভ্রমন নিষেধ।তাদের নামাজের ব্যবস্থা চুক্তিভিত্তিক মসজিদে ,তাদের জন্য সেসব মসজিদে ওয়াশরুমের ব্যবস্থা।


Deksha Sharma
dekshasharma
187 Points

Popular Questions