Answered 2 years ago
১. জুনিয়র লেভেল :
এই লেভেলে সাধারণত ২০-৩০ হাজার টাকা দিয়ে শুরু হয়। ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ পাওয়া যায়। এই বেতন ৪০-৫০ হাজার পর্যন্ত যেতে পারে। তবে জুনিয়র লেভেলে ৪০-৫০ হাজার বেতন খুবই rare.
২. প্রফেশনাল লেভেল :
সাধারণত ৩-৪ বছরের অভিজ্ঞতা হলে এই লেভেলে জব পাবেন। প্রফেশনাল লেভেলে বেতন ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকার উপরে হয়ে থাকে। বিভিন্ন এন্টারপ্রাইজে নিয়োগ দেয়া হয়।
৩. এক্সপার্ট লেভেল :
বাংলাদেশে ৪-৫ বছরের বেশি অভিজ্ঞতা দেখলেই এক্সপার্ট লেভেল বিবেচনা করতে দেখা যায় এবং এই লেভেলে বেতন ২ লক্ষ+ টাকা হয়ে থাকে। সিকিউরিটি কনসালটেন্ট এর বেতন ৬-৭ লাখ টাকার উপরেও হয়ে থাকে। আমি একজনকে জানি সে ১২ লাখ টাকা মতো মাসিক বেতন পায়, তাও বাংলাদেশী প্রতিষ্ঠান থেকে।
তবে একটি নির্মম বাস্তবতা হলো - অনেক প্রতিষ্ঠান আছে যারা সিকিউরিটির গুরুত্ব বুঝে না বা যারা কাজ করছে তাদের মূল্য বুঝে না। প্রফেশনাল লেভেলেও তারা ৩০-৪০ হাজার টাকা মতো অফার করে, যেটা খুবই দুঃখজনক।
ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমার ইউটিউব চ্যানেল : Ashraful Alim
rashidulislam publisher