বাংলাদেশে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পর জাল টাকা শনাক্ত হলে করণীয় কী?

1 Answers   6.4 K

Answered 2 years ago

যদি সাথে সাথে ই খুজে পান তাহলে দেখবেন প্রত্যেক এটিএম বুথের উপরেই সিসি ক্যামেরা লাগানো থাকে… ক্যামেরায় নোটটা দেখান। যাতে স্পষ্টভাবে নাম্বার বোঝা যায়। তারপর নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন। তারা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে আপনাকে রিফান্ড করতে পারে। এছাড়া ফাস্ট ট্রাক হলে সেখানকার অফিসারের সহযোগিতা নিতে পারেন।


Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions