বাংলাদেশে একজন প্রোগ্রামার মাসে সর্বোচ্চ কত আয় করতে পারে?

1 Answers   13.3 K

Answered 2 years ago

সেটা আপনার Skill এর উপর নির্ভর করে। যদি একেবারে নতুন হয়ে থাকেন Development Line এ তাহলে ১৫-২০ হাজার এর বেশি পাবেন না। আর যদি আপনার Skill অনেক বেশি হয়ে থাকে এবং সাথে ৩-৫ বছরের Experience থাকে, তাহলে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা উপার্জন করতে পারেন আশাকরি।

তবে এখানে কিছু পার্থক্য হতে পারে, আপনি কোন Platform এ কাজ করছেন, কি ধরনের Software নিয়ে কাজ করছেন।

যদি আপনি Multi Stack Developer হন অথবা Full-Stack Software Engineer হিসেবে নিজেকে তৈরি করতে পারেন তাহলে লক্ষাধিক টাকা উপার্জন করাও সম্ভব। তবে এর জন্য প্রচুর Experience এবং Skill প্রয়োজন।

Rayhan Rafi
rayhanrafi
344 Points

Popular Questions