Answered 2 years ago
এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।আপনি যদি বাংলাদেশের লোকাল কোন কোম্পানিতে ওয়েব ডেভলপার হিসেবে জব করেন,তবে আপনার বেতন ৩০হাজার থেকে ৫০হাজার টাকা হবে।কিন্ত অনলাইনে আপনি উন্নত দেশের কোন প্রতিষ্টানে ওয়েব ডেভলপার হিসেবে জব করেন,তবে ২হাজার ডলার থেকে ৪হাজার ডলার হবে।কারন বাংলাদেশের কোম্পানি টাকায় আয় করে,কিন্ত উন্নত দেশ তারা ডলার এ আয় করে,তাদের কাছে ১হাজার ডলার কিছুই না।এখন আমাদের দেশে এই ডলার ক্যশ টাকা করলে অনেক হয়।আর ফ্রিলান্সার হিসেবে কাজ করলে আপনার নিশ্চয়তা নেই,আপনি অনেক কাজ একমাসে পেলে ,আর একমাসে সেটা শেষ করলে আপনি ১০হাজার ডলার আয় করতে পারেন,আবার কাজ না পেলে কোন আয় করবেন না।তবে একটা কথা কি ফ্রিলান্সার হিসেবে কাজ করতে গেলে আপনাকে সব দেশের প্রতিযোগিদের সাথে প্রতিযোগিতা করে কাজ পেতে হবে।আর ওয়েব ডেভলপ এ আপনি যদি প্রোগ্রার্মিং ল্যঙ্গুয়েজ শিখে ফ্রিলান্সিং করেন ,আর আপনার ভাল দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তবে আপনি অনেক বড় প্রজেক্ট পেতে পারেন।সেটা ৫,৬হাজার ডলার।কিন্ত আপনি যদি ওয়ার্ডপ্রেসের ব্যবহার শিখে বিভিন্ন ওয়েবসাইট বানাতে পারেন,সেসবের ডেভলপিং করতে পারেন,তবে আপনি ৫০,১০০,২০০ডলার এর প্রজেক্ট পাবেন।আবার আপনি ব্যকইন্ড ডেভলপার হলে একধরনের প্রজেক্ট পাবেন,ফ্রন্টএন্ড ডেভলপার হলে একধরনের প্রজেক্ট পাবেন।কিন্ত যদি ফুলস্ট্রাক মানে অলরাউন্ডার ব্যকএন্ড ও ফ্রন্টএন্ড দুইটাই পারেন,তবে আপনি অনেক বড় প্রজেক্ট পাবেন।এছাড়া ওয়েবডেভলপিং এর সাথে বেসিক এসিও সহ আরো কিছু জানতে হয়।এটা জানলে কাজ পেতে সুবিধা হয়।
ahmedsakib publisher