Answered 2 years ago
তার আগে জানা দরকার মেধাবী শিক্ষার্থী'র সংজ্ঞা কী? একবিংশ শতাব্দীতে এসেও সেই পুরনো মুখস্ত বিদ্যা নির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের চিন্তাক্ষমতাকে খর্ব করে জিপিএ ফাইভের ডামাডোলে চিন্তা ও বিশ্লেষণ নির্ভর শিক্ষার প্রসার না ঘটিয়ে যে শিক্ষাব্যবস্থা প্রচলিত, তাতে উন্নতবিশ্বের মত মেধাবী শিক্ষার্থী তৈরি হবে না এটাই স্বাভাবিক। অনেক আশা নিয়ে সৃজনশীল শিক্ষাব্যবস্থা চালু করা হলো, কিন্তু তাতে কোনো ফল হয়েছে কি? হয়নি।
কারণ যে শিক্ষকেরা সৃজনশীল শিক্ষাব্যবস্থায় পাঠদান করবেন ও পরীক্ষা নেবেন তারা নিজেরাই জানেন না সৃজনশীল শিক্ষা আসলে কী!
আমার হাতে ক্ষমতা থাকলে আমি দেশের প্রত্যেক শ্রেণীতে উন্নত বিশ্বের মতো জি আর ই, জিম্যাট এর মত এনালিটিক্যাল প্রশ্নপত্র চালু করতে বাধ্য করতাম।
করোনকালে অনলাইন শিক্ষার নামে দেশের কয়েক কোটি শিক্ষার্থীকে স্মার্টফোন কিনতে বাধ্য করা হয়েছে, কিন্তু ফল হয়েছে উলটো, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস কিংবা এডুকেটিভ কাজ বাদ দিয়ে গেম,টিকটই,লাইকি ইত্যাদিতে ক্ষতিকর এপে আসক্ত হয়ে গেছে। শিক্ষামন্ত্রণালয় কি পারতোনা বিটিসিএল এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর স্মার্টফোনের নাম্বার সংগ্রহ করে সেসব ফোনে এসব এপ নিষিদ্ধ করতে? যেমন পর্ণ সাইটগুলো নিষিদ্ধ করা হয়েছে?
পারতো, কিন্তু এখানেও সদিচ্ছার অভাব। কারণ আমাদের এমপি,মন্ত্রী,সচিব সহ নীতিনির্ধারকদের সন্তানেরা তো আর দেশের সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়েনা। তারা যে ইংরেজি মাধ্যম বা বিদেশি প্রতিষ্ঠানগুলোতে পড়ে সেখানে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ মনিটরিং এর মাধ্যমে শিক্ষাদান করা হয়।
যে গুটিকয় শিক্ষার্থী ম্যাথ অলিম্পিয়াডে ভালো করছে, নাসার প্রজেক্ট তৈরি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে কিংবা গুগলে চাকরি পাচ্ছে, কোটি শিক্ষার্থীদের তুলনায় তাদের সংখ্যা অতি নগণ্য।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে একজন বিদেশি স্কলারকে উপাচার্য নিয়োগ দিয়েছে, সেটা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে, এমনকি রাষ্ট্রপতির কাছে থেকে লিখিত অনুমতি পর্যন্ত নিতে হয়েছে!
দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাবিতে কি একজনও বিদেশি শিক্ষক আছেন? না থাকলে কেনো নেই? কী করলে একজন ভারতীয় যিনি হার্ভার্ডে পড়েছেন কিংবা একজন পাকিস্তানি যিনি এম আই টিতে পড়েছেন কিংবা শিক্ষকতা করেছেন তিনি ঢাবিতে আসবেন এগুলো আমাদের নীতিনির্ধারকরা কখনো ভেবে দেখেছেন?
তারা ভাববেন না, কেনো? ঐযে আগেই বলেছি তাদের সন্তানেরা দেশে শিক্ষা নেননা।
Deloar Mahmud publisher