Answered 2 years ago
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া বোনটি জানে না— সেকুলার সমাজে মেধার গুরুত্ব কম। সেখানে চামড়ার গুরুত্বই প্রধান। তাই বস্তাবন্দি (!) থেকে প্যাকেট-খোলা না হওয়া পর্যন্ত তাকে গ্রহণ করা হবে না। যে প্রগতি নগ্নতার দিকে নেয় না সেকুলার সমাজে সেটা পশ্চাদপদতা। -- রাফান
‘ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ জানতেন না দরজা খুলে যাবে। মুসা জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন। তাই হয়েছিল।’
- শায়খ আতিক উল্লাহ (হাফি.)
"তারা এত শিক্ষিত হয়েও কেন মাথার চুল ঢেকে রাখে?"
উত্তর : যে প্রগতি নগ্নতার দিকে নেয় না সেকুলার সমাজে সেটা পশ্চাদপদতা। -- রাফান
rani publisher