বাংলাদেশের স্কুলে যাওয়ার আগ্রহ এবং বিদেশে স্কুলে যাওয়ার আগ্রহ-এর পার্থক্য দিয়ে কিছু ছবি দিতে পারেন কি?

1 Answers   7.6 K

Answered 2 years ago

বিদেশী শিক্ষা কী রকম ঠিক আমি বলতে পারবো না কিন্তু আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ ব্যাখ্যা দিতে পারি

১. আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হলো জিপিএ ফাইভ নির্ভর

২.এদেশে শিক্ষা ব্যবস্থা কোচিং কেন্দ্রীয়

৩.রাস্তাঘাটে আনাচে কানাচে কতধরনের সাইনবোর্ড কেবল বিদ্যা গেলানোর জন্য

৪. সারাবছর করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ২০২১ সালে সর্বোচ্চ জিপিএ রেকর্ড এদেশেরই আছে,তারমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই ভালো

৫. এদেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দেয় বেশি যেটা করোনাকালীন সময় অধিক পরিমাণ দেখা গিয়েছে

৬. এদেশে স্কুলে শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে ক্লাশের তার উপর অত্যাচার করা হয় কিংবা পরীক্ষায় ফেইল করিয়ে দেওয়ারও প্রবণতা থাকে

৭. শিক্ষা ব্যবস্থা যেমন হবে হোক এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কিন্তু জিপিএ ফাইভের রেকর্ড থাকেই

৮. এদেশীয় শিক্ষা ব্যবস্থায় রাজনীতির খেলা চলে

৮. উচ্চতর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের তুলনায় এখানে উপাচার্যকে অধিক গুরুত্ব দেওয়া হয় যেমনটা শাবির উপাচার্যকে কেন্দ্র করে কয়েকদিন আগে ঘটেছিলো যেটা পুরো জাতি দেখেছে

৯. এখানে আরেকটা বিষয় হলো মাদ্রাসা কেন্দ্রীক শিক্ষা ব্যবস্তা যেখানে বিদ্যা কম বেতের প্রহার বেশি তাছাড়া মাদ্রাসায় শিশুদের দিয়েও রাস্তাঘাটের চাঁদা তোলার কাহিনী মাঝে মাঝে শোনা যায়

১০.হুজুর কর্তৃক ধর্ষন সেটা ছেলে কিংবা মেয়ে উভয় হতে পারে,ধর্ষণ কেবল মাদ্রাসাতে নয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিভিন্ন সময় দেখা যায় তবু সেটা নেহাৎ কমই

১১. সেশনজট এটার সাথে বিশেষ করে উচ্চতর শিক্ষার্থীরা বেশ পরিচিত, এখানে স্নাতক বর্ষে ভর্তি হলে সে কখন গ্র্যাজুয়েশন করে বের হবে তার কোন ঠিক থাকে না

১২. শাসক তো শিক্ষা প্রতিষ্ঠানের নামও শুনতেন পারে না তাই তো করোনা যেমনই হোক ছেলেমেয়েদের বাসায় আটকিয়ে রাখার জন্য(যদিও তারা টেকনাফ থেকে তেতুলিয়া ট্যুর দিয়ে বেড়ায়) সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে,এককথায় লকডাউন হলো কেবল শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে

১৩. সড়ক দূর্ঘটনা এটার জন্য অনেক অভিভাবক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠিয়েও নানান চিন্তায় থাকে

১৪. শিক্ষা হলো একপর্যায়ে ব্যবসার মত,কোচিং করো বিশ্ববিদ্যালয়ের চান্স পাও,উচ্চমাধ্যমিক পাশ করার পরে তোমাকে পাবলিক সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতেই হবে আর যদি চান্স না পাও তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ধুক ভর্তি করার জন্য তোমাদের অপেক্ষায় আছে

১৫. শুনলাম বিশ্বের সব থেকে নিম্নপর্যায়ে আছে নাকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদিও এশিয়া সবার নিচে

অন্যান্য দেশে হয়তো এমনটা হয় না তাই তাদের আগ্রহ বেশি

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions