Answered 2 years ago
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রকৃত মেধার কোন মুল্য নাই আগে যা ছিলো এখন তাও নাই। বর্তমানে শিক্ষা ব্যবস্থাও ভালো না, যেমন A+ প্লাসের কথায় ভাবুন দিন যত যাবে A+ প্লাসের সংখ্যা বাড়বে কিন্তু কাজের প্লাস না
যদি ২,৬০,০০০ প্লাস পাই তার মধ্যে ২,০০০০ লক্ষই হলো দেখা দেখি করে প্লাস টেম্পোরারি মুখস্থ পড়া প্লাস ইত্যাদি ইত্যাদি,
এই জন্যই তো দেখি চাকরি বারকি থেকে শুরু করে ঢাবি তেও চান্স হয়না প্লাস পা-ওয়া ছাত্র /ছাত্রীদের আহহ কি সাধের প্লাস আমার
নব্বই দশকের সময় একটা এসএসসি পাশের ছাত্র ছাত্রীর যে মুল্য ছিলো বর্তমানে অনার্স পড়ুয়া ছাত্র/ ছাত্রীদেরও সে মুল্য নাই। বাংলাদেশ মেধাবী শিক্ষাথীদের মুল্য দিতে জানে না বুয়েট ছাত্ররা মিলে প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কিছু তৌরি করেছে যেমন রোবট,রকেট,ল্যাম্বারগিনি,ড্রোন ক্যামেরা ইত্যাদি ইত্যাদি এসব সকল খরচ ছাত্ররা উদ্যোগ নিয়ে নিজেরা খরচ করে তৌরি করছে অথচ এতে সরকারের কোন সাহায্য নাই কোন মাথা ব্যাথা নেই আর লাক্স সুন্দরী নর্তকিদের বেলায় দেখেন স্পনসরের অভাব নাই,বিপিএল, কে হবে মাসুদ রানা এসব খাতে বিনিয়োগ কারীর অভাব নাই কিন্তু দেশের কিছু শিক্ষাথী তাদের মেধা খাঁটিয়ে প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু তৌরি করছে সেখানে কারোর কোন সাহায্য, উৎসাহ, বা বিনিয়োগ নাই আবার তাদের শিক্ষাগত যোগ্যতা অনযায়ী চাকরিও নাই, ওই কোটা আর মামু খালু আর টাকাই দখল করে বসে আছে। এইজন্যই তো মেধাবী শিক্ষার্থীরা পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে।
বর্তমান শিক্ষাব্যবস্থা নষ্টের মুল কারন হচ্ছে রাজনৈতিক প্রভাব। এই রাজনীতি যেখানে ঢুকবে সেখানেই ধব্বংস, ক্রিকেট সেক্টর টা ভালো ছিলো সেখানেও রাজনীতি ঢুকে পিন্ডি মেরে দিয়েছে, শিক্ষাব্যবস্থা যা ছিলো তাও শেষ। এই স্বজন প্রীতি দেশে মেধাবীদের কোন মুল্য নেই।
Bristy publisher