Answered 2 years ago
শুনে অসম্ভব মনে হয়। কিন্তু, কাজটি মোটেও অসম্ভব নয়। এমনকি কঠিনও নয়। খুব সহজেই কাজটি করার উপায় আছে। তবে ওই উপায় এর জন্য একজন স্বৈরাচারী শাসক ক্ষমতায় আসতে হবে। গনতান্ত্রিক শাসক দিয়ে, এই সমস্যা সমাধান করা যায় না।
আমাদের দেশের মানুষ কখনোই প্রকৃত স্বৈরাচারী দেখেনি। সেজন্যই তারা এরশাদ কে স্বৈরাচারী বলে, মাঝে মাঝে শেখ হাসিনাকেও স্বৈরাচারী বলে !!! স্বৈরাচারী কি জিনিস, সেটা দেখতে হলে উত্তর কোরিয়ার শাসক কিম উন কে দেখুন। আমাদের রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান করতে, তেমনই একজন স্বৈরাচারী দরকার।
সেই স্বৈরাচারী শাসক কি করবে?
দেশে মাঝে একটি কাল্পনিক রেখা টেনে দেশটাকে দুই প্রদেশে ভাগ করবে। এক প্রদেশের রাজধানী দিনাজপুর, আরেক প্রদেশের রাজধানী কক্সবাজার। দুই রাজধানীরতে বিলাসবহুল দুইটা রাজপ্রাসাদ বানাবে। রাজপ্রাসাদ দুটি হবে, হোয়াইট হাউজ, বাকিংহাম প্যালেস, ইত্যাদির মতন বিশ্ব সেরা।
সেই দুইটা রাজপ্রাসাদে আমাদের দেশের দুই রাজনৈতিক পরিবারকে রাখা হবে। একেবারে বিশ্বসেরা বিলাসিতা ও সম্মান দেওয়া হবে, দুই পরিবারকে।
বিষয়টা এক কথায় বললে, ব্রিটিশ রাজ পরিবারের মতন, আমাদের দুইটা রাজ পরিবার থাকবে। তারা ক্ষমতা, সম্পদ, সম্মান সবকিছুতেই শীর্ষে। দেশের দুই প্রান্তের দুই রাজ পরিবারের জন্য, রীতিমত দুইটা সিংহাসন থাকবে।
ব্রিটিশ রাজ পরিবার বিশ্বের সেরা সম্মান পায় ঠিকই, তবে তারা রাজনীতি করতে পারে না, ভোটে দাঁড়াতে পারে না। আমাদের দুই রাজ পরিবার তেমন হতে হবে। তারা সবই পারবে, কিন্তু রাজনীতি করতে পারবে না, ভোটে দাঁড়াতে পারবে না।
এভাবেই দুই পরিবারকে, ব্রিটিশ এর মতন রাজ-পরিবার বানিয়ে ফেলতে পারলে, পরিবারতন্ত্র এমনিতেই বন্ধ হবে।
shikhakhatun publisher