Answered 2 years ago
ব্রিটিশ ভারতের পাবনাতে জন্মেছিলেন ও পড়াশোনা করেছিলেন সুচিত্রা সেন। ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় স্বপরিবারে ভারতে চলে যান ১৭ বছর বয়সী সুচিত্রা।
এরপরে ১৯৫২ সালে বাংলা চলচ্চিত্রে তার আগমন। সুচিত্রা সেনের জয়যাত্রা শুরু হয় ১৯৫৩ সালে 'সাড়ে চুয়াত্তর' মুক্তি পাওয়ার পর থেকে।
এদিকে পূর্ব বাংলাতে ১৯৫৫ সালের পরে সিনেমার চল শুরু হয়। ১৯৬০ দশকের মধ্যভাগে বাংলা চলচ্চিত্র দারুণভাবে বিকাশ হতে শুরু করে। ১৯৬৬ সালের যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে সিনেমা দেখার চল বন্ধ হয়ে যায়। আর সেই সময় সূচিত্রা ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। সেই সময়কার কথা বিবেচনা করলে ওপার বাংলা থেকে পূর্ব বঙ্গে সিনেমা করা কিংবা এখানকার কোন পরিচালকের সেই সক্ষমতা ছিল না। অন্য দিকে ১৯৭১ সালের পরে সূচিত্রা ধীরে ধীরে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। ১৯৭১-১৯৭৮ সময়ে মাত্র ৮ সিনেমা মুক্তি পায় তার। যদি সিনেমায় থাকতেন তাহলে ১৯৮০ কিংবা তারপরে সূচিত্রা সেন বাংলাদেশের সিনেমায় অংশ নিতে পারতেন।
masrafimortoza publisher