বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভারতীয় প্রচুর শিক্ষার্থী পড়তে আসে। কিন্তু বাংলাদেশী রোগীরা ভারতে চিকিৎসা নিতে যায় কেন?

1 Answers   6 K

Answered 2 years ago

বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভারতীয়রা পড়তে আসে কারণ এখানে খরচ কম, সংস্কৃতি খাদ্যাভ্যাস ভাষা মানিয়ে নেয়া যায় সহজে, একি বই এবং পড়ানোর কায়দ কানুন একি রকম। ফলস্বরূপ ভারত বা নেপালের লাইসেন্সিং পরীক্ষায় সর্বোচ্চ পাশ করে বাংলাদেশ থেকে পড়ে যাওয়া ডাক্তারেরা। তাই বাংলাদেশে এমবিবিএস পড়তে আসার চাহিদা বাড়ছে।

বাংলাদেশের রোগীরা ভারতে চিকিৎসা নেবার কারণ হচ্ছে বাংলাদেশে টারসিয়ারী চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য নয়৷ এখানে এপলো বা ইউনাইটেডে চিকিৎসা করাতে যে খরচ তার অর্ধেকে ভারতে চিকিৎসা করিয়া আসা যায়। বেশিরভাগের ক্ষেত্রেই যাদের ক্রনিক ডিজিজ তারা বাংলাদেশে চিকিৎসা করিয়ে একটা সেকেন্ড অপিনিয়নের জন্য ভারতে যায়।

বাংলাদেশের সরকার দেশব্যাপী পাবলিক হেলথ আর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দেয়ায় আধুনিক টারশিয়ারি ব্যবস্থা তেমন গড়ে তুলতে পারেনি। তবে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করেই আমাদের গড় আয়ু ভারতীয়দের থেকে অনেক বেড়ে গেছে। ধীরে ধীরে সরকারী টারশিয়ারি চিকিৎসা ব্যবস্থাও গড়ে তুললে ভারতে যাবার সংখ্যাও কমে যাবে। বর্তমানে নিউরোসাইন্স ইন্সটিটিউট বা বার্ন ইন্সটিটিউট বিশ্বমানের।

Rahdul Islam
rahdulislam
466 Points

Popular Questions