বাংলাদেশের মানুষ অনলাইনে সবচেয়ে বেশি কোন বিষয় অনুসন্ধান করে?
0
0
1 Answers
9 K
0
Answered
2 years ago
বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি বোঝে রাজনীতি এবং ধর্ম। তবে এখন অনেকে পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। কাজেই এ তিনটি বিষয় সার্চ লিস্টে প্রথম দিকে থাকার কথা। এটি আমার ব্যক্তিগত অভিমত।
যদিও বাংলাদেশের মানুষ এত বেশি রাজনীতি বুঝলেও বাংলাদেশ কোন গণতান্ত্রিক দেশ নয়। কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আবার বাংলাদেশের মানুষ ধর্ম বেশি বুঝলেও ধার্মিক নয়। কারণ ফজর এবং এশার নামাজের সময় মসজিদ প্রায় ফাঁকা থাকে। তাছাড়া বাংলাদেশ এবার দুর্নীতিতে 12 তম হয়েছে।
ওদিকে প্রেম হারাম হলেও, বিয়ের পূর্বে শারীরিক সম্পর্ক এবং রোমান্টিক রিলেশন হারাম হলেও, পর্নোগ্রাফিতে মধ্যরাতে আসক্ত হয়ে থাকতে কারো কোনো অসুবিধা নেই।
noyonkhan publisher