বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন মন্ত্রীদের মধ্যে কাকে বেশি প্রভাবশালী মনে হয়?

1 Answers   4.1 K

Answered 2 years ago

আমাদের এলাকার সূর্যসন্তান জননেতা ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের একজন আপাদমস্তক রাজনীতিবিদ। একেবারে তৃণমূল বলতে যা বুঝায়, সেখান থেকে ছাত্র রাজনীতির লম্বা পথ হেঁটে ‌ধাপে ধাপে আজকের অবস্থানে এসেছেন তিনি।

চিত্রে ওবায়দুল কাদের

তার দুর্নীতিবিরোধী কাজকর্ম দেখে আমরা অনেকেই তাকে "ফাটাকেষ্ট" উপাধি দিয়েছিলাম। তারা অ্যাকশনে অনেক কিছুই সে সময় ঠিক হয়ে গিয়েছিল। তিনি "মাসুদ" দেরকে ঠিক করার সংগ্রামে নেমেছিলেন। কিছুটা সফল হয়েছেন বলা যেতে পারে। নেটিজেনরা তাকে নিয়ে অনেক ট্রল করে কিন্তু তিনি যেভাবে নোয়াখালীর গ্রাম অঞ্চল থেকে বাংলাদেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হলেন সেটা বুঝতে পড়তে শিখতে বহু বছর লেগে যাবে। তিনি রাজনীতিবিদ হওয়ার আগে সাংবাদিকতা করতেন। সাংবাদিকতায় তিনি ভীষণ ভাবে সফল ছিলেন। বিএনপি সরকারের সময় তার কলম ছিল অনেক প্রতিবাদী তার কলমে লেখা হয়েছে অনেক প্রতিবাদি কলাম।

তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার অনুসারীদের কাছে সেগুলো অনেক জনপ্রিয় হয়েছিল। বইগুলো হলো

Bangladesh: A Revolution Betrayed

বাংলাদেশের হৃদয় হতে

পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু

এই বিজয়ের মুকুট কোথায়

তিন সমুদ্রের দেশে

মেঘে মেঘে অনেক বেলা

রচনা সমগ্র

কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি।

নির্বাচিত কলাম

তবে এটা বলতে পারি আমাদের এলাকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছেন ওবায়দুল কাদের সাহেব। নোয়াখালীতে তাকে দল-মত নির্বিশেষে সম্মানের চোখে দেখা হয়।

Nahiyan Bin Josim
nahiyan
315 Points

Popular Questions