Answered 2 years ago
টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন সম্পর্কে আমার কোনো ধারণা নেই।তবে আপনাকে কর্নেলের বেতন নিয়ে কিছু কথা বলবো।একজন সেনা কর্মকর্তা কর্নেল পদে পদোন্নতি পেলে এমনিতেই ৭৫ হাজার টাকা বেতন পাবে।তার সাথে যোগ হবে বিভিন্ন সামরিক আর্থিক সুবিধা এবং চাকরির বয়স অনুযায়ী বেতন কম-বেশি হবে।এছাড়াও রয়েছে অতিরিক্ত কাজের বেতন ও প্রেষণে গেলে প্রেষণ বেতন।জাতিসংঘে কাজ করলে সেখানকার বেতন।নিরাপত্তা তদারকির দায়িত্ব পেলে সেখানকার বেতন।আন্তর্জাতিক নিরাপত্তা উপদেষ্টা হলে সেই বেতন।বিভিন্ন সময় কোর্স করলে কয়েক লক্ষ টাকা প্রাপ্তি।বিদেশের বাংলাদেশি দূতাবাসে ডিফেন্স এ্যাটাশে থাকলে সেই বেতন।বিভিন্ন কাজে প্রকল্প পরিচালক থাকলে সেখানকার বেতন।সিটি কর্পোরেশনে থাকলে সেখানকার বেতন।এসএসএফে থাকলে সেখানকার বেতন। আরো অসংখ্য বলা যায় তবে সাধারণ কয়েকটি উল্লেখ করলাম।
তবে এতগুলো কাজ সবাই যে করে তা কিন্তু নয়।আর একজন কর্নেল কত টাকা বেতন পায় সেটা অন্য আরেকজন কর্নেল বলতে পারে না তাহলে আমি আর কি বলবো।
মনে রাখবেন কর্নেল পদের সমান হলো যুগ্মসচিব ও পুলিশের ডিআইজি।
Rasel publisher