বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে এই মূহুর্তে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কে রাখেন?
16
0
1 Answers
2.5 K
0
Answered
2 years ago
সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, বাংলাদেশ এর মত দেশকে চালানোর জন্য বিশেষ কোন লোকের দরকার হয় না, রাম-শ্যাম-যদু-মধু — যে কাউকে বসিয়ে দিলেই চলবে।
দেশ এখন যেভাবে চলছে তাতে করে প্রধানমন্ত্রীর চেয়ারে যদি একটা থান ইট রেখে দেয়া হয়, তাও দেশ একই ভাবেই চলবে।
বাংলাদেশে আসলে চালানোর মতো কি কিছু আছে?
দেশের কোন ভবিষ্যৎ নেই, অগ্রগতির কোন চিহ্ন নেই
বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে হরদম
অতি ধনী শ্রেণীর আবির্ভাব হয়েছে, এবং ভারতের মতো ধনী-গরীবের পার্থক্য অনবরত বাড়ছে
১৬-২০ কোটি জনসংখ্যার দেশে মানুষের ভীড়ে রাস্তা হাঁটা যায় না।
দেশের আয়তন রাশিয়ার ১/১১৫ ভাগ, অথচ জনসংখ্যা রাশিয়ার চেয়ে বেশি।
দেশে কোন আইন/আদালত নেই
মানুষের ন্যুনতম কোন মানবআধিকার নেই
প্রত্যেকটি পাবলিক সেক্টর বিভিন্ন মাফিয়াদের দখলে
দুর্নীতিতে অবস্থান ১৪০-এর নীচে
দেশের রপ্তানি খাত মাত্র ২টিঃ (১) জাতিসংঘের শান্তি রক্ষা মিশন, (২) জামা-কাপড় বিক্রয়
পুরো দেশে একটি মাত্র শহরঃ ঢাকা, সেটাও বসবাসের জন্য সম্পূর্ণ অযোগ্য
পড়াশোনার মান নাইজেরিয়া/কেনিয়া-এর চেয়েও খারাপ
স্বাস্থ্য সেবার হাল সোমালিয়ার চেয়েও খারাপ — চিকিৎসা না করলে বাঁচে ১ বছর, চিকিৎসা করলে বাঁচে ৩ মাস।
পুরো দেশ জুড়ে আবর্জনার স্তূপ
Irin Islam publisher