Answered 2 years ago
বেকারত্ব দূর করা প্রতিটি রাষ্ট্রের প্রথম কাজ।কিন্তু এ সমস্যাটি দূর করতে বিশ্বের অনেক দেশ ব্যার্থের পরিচয় দিচ্ছে। বাংলাদেশ কোন পর্যায়ে আছে তা সবাই জানে। এ সমস্যা দূর করনে সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে।তবে আমার মতে সরকারের উচিত আমাদের শিক্ষা ব্যাবস্থা কে আরো যুগোপযোগী করা।যদিও শুনছি এমন একটা খসড়া প্রনয়ন হচ্ছে।মানে বেকার না বাড়িয়ে কর্মক্কেত্র তৈরি করন।সরকার আরো অনেক কিছুই পারে যেমন ধরেন জাতীয়, আন্তর্জাতিক বাজার প্রশস্ত করা।বৈদেশিক বাজারে মান্নোয়ন করা।দেশের নেটওয়ার্ক আরো গতিশীল করে ই কমার্স বাজার ধরা।দেশীয় কোম্পানি গুলো কে নিরাপত্বা ও কর সহজ করা।প্রণোদনা, বাজেটে মানবসম্পদ কে জোরদার করা।বিদেশে মানবসম্পদ পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করা।বিদেশী প্রতিষ্ঠানগুলো যাতে অবাধ বিনিয়োগ করে এরকম পদক্ষেপ নেয়া সহ বেকারত্ব দূরকরণে সরকার পারে প্রথম পদক্ষেপ নিতে।ভালো লাগলে আপ ভোট দিবেন যা অনুপ্রেরণা যোগাবে লেখার জগতে।ধন্যবাদ।
rajibul publisher