বাংলাদেশের পুলিশ কি যথেষ্টই দক্ষ বলে আপনি মনে করেন? এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে?
0
0
1 Answers
14.2 K
0
Answered
1 year ago
যথেষ্টই দক্ষ? না ভাই, দক্ষ কথা সত্য, তবে যথেষ্ট নয়।অন্তত একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যেমন দরকার, তেমন দক্ষ নয় বাংলাদেশ পুলিশ। আমার অভিজ্ঞতায় দেখেছি, পুলিশের কিছু সদস্য অত্যন্ত দক্ষ। তাদের বুদ্ধিমত্তা, চিন্তার গভীরতা, সুন্দর সাবলীল আচরণ আর প্রফেশনালিজম আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। কিন্তু, এই দক্ষ পুলিশ সদস্যের অধীনে বা উর্ধ্বে বসিয়ে দেয়া হয়েছে এমন কিছু মাথামোটা অদক্ষ অপেশাদার লোককে,যাদের কারনে দক্ষতা সীমাবদ্ধতায় বদলে যেতে সময় লাগেনা। পুলিশে লোক নেয়ার ক্ষেত্রে রাজনীতিকরন বন্ধ করতে পারলে আর টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য সমূলে উৎখাত করা গেলে আমাদের পুলিশ হয়তো অন্তত এশিয়ার সেরা পুলিশ বাহিনীতে পরিনত হতে পারত। কারন, বাংলাদেশের মাটি প্রতিনিয়ত বহু সোনার ছেলে জন্ম দিয়েই যাচ্ছে। কিন্তু আমাদের পচে যাওয়া সিস্টেম বেছে বেছে পচাগুলোকেই বেশি করে ঢোকাচ্ছে প্রশাসনের বিভিন্ন শাখায়। ফলস্বরূপ, দুচারটা সোনার মানুষ চোখে পড়লেও তাদের দক্ষতা আর দেখতে পাইনা পচাদের ভিড়ে। অভিজ্ঞতার কথা বলতে গেলে এসপি গোলাম শাহরিয়ার, সিনিয়র এসপি রবিউল ইসলাম, এসপি মুহিত কামাল এর কথা বলতে হয়। এদের দক্ষতা, আচরণ এবং চিন্তার গভীরতা আমার ভাল লেগেছে। ধন্যবাদ।
rashedrahaman publisher