বাংলাদেশের পরবর্তী প্রাইম মিনিস্টার কে হতে পারে?

1 Answers   9.2 K

Answered 2 years ago

বর্তমান বাস্তবতায় এই প্রশ্নের উত্তর দেয়া কঠিন।

বর্তমান অবস্থা অনেকটা ৭৫ এর মত ।

শেখ মুজিব বধের পর খন্দকার মোস্তাক, পরে খালেদ মোশাররফ, পরে কর্নেল তাহের, শেষে জিয়া থিতু হলেন ।

১.আওয়ামী লীগ থাকলে এক কথা না থাকলে আরেক হিসেব।

২.শেখ হাসিনার মৃত্যুর পর হাউস অফ শেখের মধ্যে অন্তকলহ হয় কিনা। অন্য আওয়ামী প্রভাবশালী নেতা রা ভূমিকা ই কি হবে 

৩.বিএনপিতে খালেদা জিয়ার অবর্তমানে তারেক জিয়ার নেতৃত্ব অন্য রা মানবেন কিনা

৪. নুরু ভাই কতদূর এগোতে পারবেন।

৫. জামায়াতে ইসলামী কি ফিরতে পারবে অন্য ইসলামী দলগুলো নিয়ে।

৬. জুনায়েদ সাকি র মত কমিউনিস্ট দের ভবিষ্যত কী 


একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণ নির্বাচন হলে এক অবস্থা। আবার ২০১৪ , ২০১৮ এর এই বারো লীগ টিকে গেলে অন্য হিসেব ।

ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা কি প্রতিক্রিয়া দেখায় অথবা ২০২৩ নির্বাচনে সেনাবাহিনী কি ভূমিকা নেয় সেটাও ভাবপার বিষয় ।

সেজন্য ২০২৪ জানুয়ারি পর্যন্ত ধৈর্য্য সহকারে আমাদের অপেক্ষা করতে হবে।


Ashis
ashis
239 Points

Popular Questions