বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? আপনার মতামত দিন।
0
0
1 Answers
6.9 K
0
Answered
1 year ago
অবশ্যই শেখ হাসিনা। আপনি হয়তো তার শাসনামলের নানান রকম খুঁত বের করতে পারেন কিন্তু অন্তত এ মুহূর্তে তার বিকল্প নাই। সে কিন্তু কাজ করেছে যথেষ্ট। বিগত সরকারের শাসনামলের সাথে উন্নয়ন কর্মকান্ডের পার্সেন্টেজের হিসাব যদি দেখেন হাসিনার আমল যোজন এগিয়ে। শুধু ছোট্ট একটা উদাহরণ দেই। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে লোডশেডিং সমস্যা নিয়ে যে অনুযোগ, সেটা বিগত শাসনামলের তুলনায় কিছুই না। তখন লোডশেডিং বিষয়টা এত বেশি স্বাভাবিক ছিল যে সাধারণ মানুষের দেহমন এতেই অভ্যস্ত ছিল এটা হবেই এবং এটা স্বাভাবিক জীবন প্রক্রিয়ার অংশ। এই সমস্যা নিয়ে খুব বেশি মাথাও ঘামাতো না। কিন্তু বিগত এক দশকে বিদ্যুত ব্যবস্হার এত উন্নতি সাধন হয়েছে যে, মানুষ প্রায় ভুলতে বসেছিল লোডশেডিং কি। কাজেই সাম্প্রতিক যে সাময়িক সমস্যাটা সেটা এখন কেউ নিতেই পারছে না। অথচ বিগত সরকারের আমলের বিদ্যুত বিভ্রাটের তুলনায় সেটা খড়কুটার সমান। তখন মোমের আলোয় একাডেমিক ও বোর্ড পরীক্ষা দেওয়ার ঘটনাও নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। " বিদ্যুত বিভ্রাট" বা " লোডশেডিং " নিয়ে রচনা পড়ালেখা করতো পোলাপাইন। দেশের বিভিন্ন জেলায় বিক্ষুব্ধ জনতার বিদ্যুতঅফিস ভাংচুরের ঘটনা ছিল নিয়মিত। অথচ কিছু দলকানা লোক এই ইস্যুটাকে উদ্দেশ্যমূলকভাবে এতোটা হইচই করছে যেন এর চেয়ে ভয়াবহ বিপর্যয় দেশের ইতিহাসে ঘটেনি। তারা অন্ধকারে ডুবে থাকতে রাজি তাও খাম্বা চোরদের গদিতে দেখেই তারা আলো হাওয়া ভোগের সুখ সাগরে ভাসবে। যদি বর্তমান সরকারের সমালোচনা করতে বলেন তাহলে বলবো জনমনে মৌলবাদিতার বিস্তার রোধে তারা আরো সিরিয়াস হতে পারতো। এইটুকু বাদ দিলে তারা পাসমার্ক পায়
lionahmed publisher