বাংলাদেশের পক্ষে চিকেন'স নেক ভেঙে ভারতের উত্তর-পূর্ব প্রদেশ দখল করা সম্ভব (থাকলে কিভাবে)?

1 Answers   9.4 K

Answered 2 years ago

দুটো পুরনো দিনের ঘটনা মনে পড়লো:

১) ১৯৬৫ সলে রেডিয়ো পাকিস্তান , ঢাকা কেন্দ্রের সম্প্রচার: পাক-ভারত যুদ্ধ শুরু হয়েছে । ভারতকে সমুচিত জবাব দেবে পাকিস্তান। আগামীকাল দিল্লিতে বসে নাস্তা করবে পাকিস্তানি সেনাবাহিনী। ইনশাআল্লাহ !

২) ১৯৭১ এর ডিসেম্বর । ওই ঢাকা বেতার কেন্দ্রের সংবাদেই শুনলাম কলকাতার কাছে বারাসাত প্রায় দখল করে নিয়েছে পাকিস্তানি সেনা। কলকাতা দখল শুধু সময়ের অপেক্ষা!

পরিণামে কী ঘটেছিল তা সবারই জানা।

পাকিস্তানকে দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়, যুদ্ধের সময় এগুলো প্রায় স্বাভাবিক। আর ঢাকা বেতার কেন্দ্র তো সরকারি প্রতিষ্ঠান।

দিন বদলেছে। পূর্ব পাকিস্তান পেয়েছে তার নতুন পরিচয়: বাংলাদেশ ।

তবু কিছু মানুষ এখনও খোয়াব দেখে ভারত দখলের!

তাহলে কি পাক-লিগ্যাসির চোরা স্রোত এখনও বর্তমান?

Rumi Akter
Rumi
406 Points

Popular Questions