Answered 2 years ago
গত মাসে ভারতে আমি একটি ডার্ক চকলেট কিনেছি ১০০ রুপি অর্থাৎ বাংলাদেশ ১২৫ টাকায়। কিন্তু বাংলাদেশে এই ভারতীয় ডার্ক চকলেটের দাম ২৫০ টাকা অর্থাৎ ভারতের দ্বিগুণ। আধা কেজি চ্যাবনপ্রাসের বোতল কিনেছি ২০০ রুপিতে যা বাংলাদেশি টাকায় হয় ২৫০। কিন্তু হামদর্দে বাংলাদেশের তৈরি আধা কেজি চ্যবনপ্রাশের দাম পাঁচশত টাকা অর্থাৎ ভারতের দ্বিগুণ। ভারত থেকে আমদানি করা অথবা বাংলাদেশে তৈরি করা কোন কিছুর দাম ১৫ থেকে ২০ ভাগ বেশি হতে পারে কিন্তু কি করে দ্বিগুণ হয় সেটা বুঝতে পারিনা।
সম্ভবত ভূমি ক্রয়, ভবন নির্মাণ, গ্যাস- বিদ্যুৎ -পানি সংযোগ গ্রহণ, বিভিন্ন দ্রব্যাদি ট্রান্সপোর্টেশন ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি এবং চাঁদাবাজির জন্য এই ব্যয় বৃদ্ধি ঘটে। নিত্য ব্যবহার্য সকল পণ্যের দাম একই কারণে বাড়ছে সন্দেহ নাই।
liza publisher