Answered 2 years ago
আমি কখনই শাকিব খানের কোন সিনেমা দেখিনি। তবে ইউটিউবে ওনার বিভিন্ন সিনেমার ছোট ছোট ক্লিপ দেখেছি। দেখেই বুঝেছি ওনার মধ্যে অভিনয়ের খুব ভালো একটা দক্ষতা নেই। ওনাকে আমার উঁচুমানের অভিনেতা মনে হয়নি। বরং দেশের চলচ্চিত্র শিল্পে একজন মাফিয়া মনে হয়।
এছাড়াও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওনার সাক্ষাৎকার দেখে ওনাকে চরম অহংকারী মনে হয়েছে।
আমি কারও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। কিন্তু তিনি তার ক্যারিয়ারের তথাকথিত ক্ষতির আশঙ্কায় যেভাবে বিয়ে, সন্তানের খবর গোপন করেন, স্ত্রীদের স্ত্রীর মর্যাদা দেন না, সেগুলো খুবই ভয়াবহ। কারণ, অনেকে তার ভক্ত এবং তারা তাকে অনুসরণ অনুকরণ করেন। এছাড়াও তার আরও একজন স্ত্রী এবং সন্তানেরও খবর নাকি পাওয়া গিয়েছে!!! জানি না এটা সত্য কি না, এসবের বাইরে আরও কোন স্ত্রী-সন্তান আছে কি না, কোন নারীকে ফুসলিয়ে দৈহিক চাহিদা মিটিয়েছে কি না, ধর্ষণ করেছে কি না আল্লাহই ভালো জানেন।
কোন প্রতিষ্ঠান বা সংগঠনে অযোগ্য ব্যক্তিকে বসালে সেই প্রতিষ্ঠানের যে বারোটা বাজে, শাকিব খানই হচ্ছে তার জ্বলজ্যান্ত প্রমাণ। তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে বিকশিত করার জন্য কি করেছেন, তা খুব জানতে ইচ্ছে করে।
ওনার আসল নাম হচ্ছে মাসুদ রানা। মানে এখানেও মাসুদ!!! মাসুদ কি কোনদিনও ভালো হবে না!!!!
admin publisher