বাংলাদেশের নাস্তিকরা সবসময় ইসলামের ব্যাপারে আক্রমণাত্মক থাকলেও হিন্দুদের ব্যাপারে রক্ষণাত্মক থাকে কেন? কিন্তু তাদের তো নিরপেক্ষ থাকার কথা ছিলো।

1 Answers   3.1 K

Answered 2 years ago

একই প্রশ্ন ব্রিটিশ বিজ্ঞানী লেখক রিচার্ড ডকিন্স কেও ক্রমাগত করা হয় যে আপনি অন্য ধর্মগুলোর সমালোচনা না করে কেবল খ্রিস্টান ধর্মের সমালোচনা কেনো করেন?

একই প্রশ্ন করা হতো ভারতীয় বাঙালি লেখক-মুক্তচিন্তক প্রবীর ঘোষকে যে আপনি অন্য ধর্মগুলোর সমালোচনা না করে কেবল হিন্দু ধর্মের সমালোচনা কেনো করেন?

একই প্রশ্ন করা হত বাংলাদেশি দার্শনিক আরজ আলী মাতুব্বরকে যে আপনি অন্য ধর্মের সমালোচনা না করে কেবল ইসলামের সমালোচনা কেনো করেন?

ডকিন্স বলেছিলেন আমি বাস করি খ্রিষ্টান অধুষিত সমাজে এবং আমি অন্য যেকোনো ধর্মের চেয়ে খ্রিস্টান ধর্মটা ভালো জানি, তাই খ্রিস্টান ধর্ম বেশি সমালোচনা করি।

প্রবীর ঘোষ উত্তর দেন 'আমি বাস করি হিন্দু অধ্যুষিত সমাজে এবং জানিও হিন্দু সম্পর্কে অন্য যেকোনো ধর্মের চেয়ে বেশি হিন্দু ধর্ম'।তাই হিন্দু ধর্মের সমালোচনা বেশি করি। "

আরজ আলী মাতুব্বরও উত্তর দেন "আমি বাস করি মুসলমান অধ্যুষিত সমাজে এবং জানিও বেশি ইসলাম সম্পর্কে, তাই ইসলামের সমালোচনা করি'।

তো এখন বাংলাদেশি নাস্তিক যারা ইসলাম ছেড়ে নাস্তিক হয়েছেন, তারা তো অবিধারিতভাবেই ইসলামের সমালোচনাই বেশি করবেন৷

এভাবে প্রত্যেক দেশ ও সমাজ থেকে উঠে আসা সময়ের চেয়ে যুগের থেকে এগিয়ে থাকা মানুষেরা, যারা অনেক পড়াশুনা করে, চিন্তা করে, অনন্তকালব্যাপী মহাসুখে থাকার লোভ ত্যাগ করে জীবনের জয়গান গেয়ে চলেন, মানুষের মুক্তির কথা বলেন, বিজ্ঞানের কথা বলেন,শিল্পের কথা বলেন তাদেরকে তাদের নিজ সমাজ/রাষ্ট্র থেকেই দেখবেন সবচেয়ে বেশি আঘাত করা হয়।

গ্যালিলিও,জর্দানো ব্রুনো প্রমুখ নামকরা বিজ্ঞানীদেরও এক সময় নিগৃহীত/অত্যাচারিত হতে হয়েছিলো, শুধু তাদের বাক্য বাইবেলের বিরুদ্ধে গিয়েছিলো বলে৷ আধুনিক সময়েও আমরা দেখি সত্য বিশ্বাস ও প্রচার করার জন্য জামাল খাশোগিকে হত্যা করা হয়,অভিজিৎ রায়কে হত্যা করা হয়, জুলিয়ান এসাঞ্জকে বন্দী থাকতে হয়, আসিফ মহিউদ্দিনকে চাপাতির কোপ খেতে হয়, মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে দেশ ছেড়ে পরভূমে নির্বাসিত হতে হয়।

Aariv
aariv
294 Points

Popular Questions