বাংলাদেশের নামকরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সত্যিই কি ভালো পড়াশোনা হয় নাকি শুধু নামে চলে?

1 Answers   11.3 K

Answered 3 years ago

পড়াশোনার মান খুব খারাপ বললে ভুল হবে। সমস্যা হল, গবেষণা খুব কম হয়। এরও কারণ আছে। যারা গবেষণায় ভালো, তারা দেশের বাইরে চলে যায়। দেশে গবেষণার সুযোগ বাড়ালে তাদের ধরা সম্ভব। আর, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শিক্ষকভিত্তিক না। পৃথিবীর সব কিছু উন্মুক্ত। জ্ঞানার্জন নির্ভর করবে শিক্ষার্থীর উপর।


Rumman
rumman
292 Points

Popular Questions