বাংলাদেশের নাগরিক কি মহাকাশচারি হতে পারবেনা?

1 Answers   5.4 K

Answered 2 years ago

আপনাকে যদি একটা অঙ্ক মানে ধরেন খুবই simple একটা অঙ্ক

আরো সহজে বললে ক্লাস ২ কিংবা ৩ এর অঙ্ক।আপনি কি সেইটা করতে পারবেন না??। বা ধরেন আপনি উচ্চতর শিক্ষার জন্য বাইরে গেলেন।এখন friend সারকেল এর সাথে কথোপকথনে একজন যদি বলে ওঠে "leave him alone.He is not as good as like us". তখন কি হবে?? আপনার প্রশ্ন আর আমার উত্তরের মধ্যে কোনো মিলই নেই।কিন্তু দেখেন এর জন্য দায়ী শিক্ষাব্যবস্থা। পাশের দেশ ইইন্ডিয়ার দিকে তাকান।সেখানে আইআইটি এর মতো বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় আছে।কিন্তু আমাদের নেই।আমাদের তাও যে বুয়েট আছে তারও দিন দিন অবনতি হচ্ছে। বাট আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু ঠিকই মেধাবী। আর আমাদের দেশে গবেষণার মানও কম।আর গবেষণার জন্য কোনো উদ্যোগ ও নেয়া হয় না।এজন্য আমাদের দেশের মানুষ এইদিকে তেমন interest দেখায় না।সবাই মুটামুটি বাইরে পোস্ট ডক্টরেট করতে যায় বিভিন্ন বিষয়ে।কিন্তু মহাকাশচারী হওয়ার যে মজা বা অনুভূতি তা তারা বোঝে না আর কেউ বুঝানোর চেষ্টা করেও না।বাট একদিন ইনশাআল্লাহ হবে।সময়ের ব্যাপার মাত্র।।।

Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions