বাংলাদেশের নবনির্মিত পদ্মা সেতুর খবর কী?

1 Answers   5.1 K

Answered 2 years ago

পদ্মাসেতুর খবরাখবর নিয়ে কথা বলব না, কিন্তু চলেন আমার নিজের কিছু গল্প শোনাই।

আমার বাড়ি সাতক্ষীরাতে। এপ্রিল ১৭, ২০২২ এ আমার বাবাকে খুলনা আবু নাসের হসপিটালে ভর্তি করি, এখান থেকে বিভিন্ন টেস্ট করার পর জানতে পারি, বাবার হার্টে রিং পড়ানো লাগবে। এবং কিছুটা ঝুকিপূর্ন। আমি risk নিতে চাই নি বলেই ২২ এপ্রিল সন্ধ্যা ৭ টায় মা ও বাবাকে নিয়ে ৩ জনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।
"সাতক্ষীরা এক্সপ্রেস" পরিবহনে আমরা গিয়েছিলাম।

ঘাটে পৌঁছাই রাত ১০ টা নাগাদ। এবং নদী পার হই যখন, তখন ঘড়িতে সময় ভোর ৬ টা।

সকালে পৌঁছে ঢাকা হার্ট ফাউন্ডেশনে বাবাকে ভর্তি করাই। পরদিন বাবার অপারেশন হয়, এবং ভালোভাবেই সবকিছু মিটে যায়। ২ দিন হসপিটালে থাকার পর বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সমস্যা হচ্ছে, বাবার মাজার ওখানে বেশ বড় করেই কাটা হয়েছে। বেশি সময় বসে থাকতে পারছেন না। ডাক্তারও বলল, ওই কাটা জায়গায় যেন প্রেশার না পড়ে।

ঢাকায় পরিচিত তেমন কেউ নেই, বাবারও ফুল রেস্ট দরকার, তাই বাড়ি আসতে হবে।
কিন্তু, একইসাথে বাবার সর্বোচ্চ কমফোর্ট নিশ্চিত করতে হবে।
কারণ, তিনি বেশি সময় বসে থাকতে পারছেন না।

পরিবহনে আসার কথা ভাবতেও পারি না, কারণ আসার দিন বাসে বসে থাকতে হয়েছে ১৪ ঘন্টা।
এম্বুলেন্স এ কথা বললাম, বাড়ি এসে দিয়ে যাবে ১২,০০০ টাকা চাইছে।
কিন্তু তাও ঘাটে কি হবে সেটা নিয়েই টেনশন।

বেশ ভাবনা চিন্তার পর ঠিক করলাম বিমানপথে নিয়ে আসি, সময় কম লাগবে, বাবার জন্যই ভালো।

বাবার পক্ষে তখন প্যান্ট পড়া সম্ভব ছিল না, তাই লুঙ্গি পড়েই বিমানে উঠতে হয়েছে

৩ জনের বিমান টিকিট খরচ পড়ল ১৪,০০০ টাকার মতো।
আর আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যশোর এয়ারপোর্টে আমরা পৌঁছাবার আগেই প্রাইভেট কার এসে অপেক্ষা করছিল, সেখানে ভাড়া লেগেছে ৪০০০ টাকা।
মোট, ১৮,০০০ টাকা।

সময়ঃ ২ এয়ারপোর্টে সময় লাগছে ২ ঘন্টা মতো,
প্লেন ফ্লাই করেছে ৩০ মিনিট,
যশোর থেকে সাতক্ষীরা আসতে ২ ঘন্টা ।
মোট ৪ ঘন্টা ৩০ মিনিটের জার্নি, খরচ ১৮,০০০ টাকা।

পদ্মা সেতু হবার পর পরিবহনে ঢাকা যেতে সময় লাগে ৫ ঘন্টা, এসি বাসে ৩ জনের খরচ পড়বে ৩৫০০ টাকার মতো।
একই সময়, প্রায় ১৫,০০০ টাকার পার্থক্য..

জীবনে নতুন মাত্রা যোগ হলো না…?

Shaira Khatun
shaira985
239 Points

Popular Questions