বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এখন আর দেশপ্রেম দেখা যায় না কেন?

1 Answers   3.9 K

Answered 3 years ago

খুব সহজ। খেতে-পরতে-থাকতে না পেয়েও এতো পোলাপান পয়দা করলে কী আর দেশপ্রেম থাকে? বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে তথাকথিত দেশপ্রেম দেখা যায় যখন কোনোভাবে ক্রিকেট ম্যাচে জিতলে নষ্টামি করে সারা দেশকে দোযখ বানিয়ে ছাড়ে; মনে হয় খেলায় কেউ হারে-জিতে না, শুধু বাংলাদেশই ক্রিকেট খেলে!!! আরও দেখা যায়, অন্যের হক মেরে, চুরি কোরে ভর্তি, ভালো রেজাল্ট, দেশী সরকারী চাকুরী, বিদেশী স্কলারশীপ, প্রজেক্ট, আর নাগরিকত্ব বাগানোর নিরন্তর অপচেষ্টায়। মূলতঃ, ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই এগুলো তাদের চিরকালীন ধ্যান-জ্ঞান হোয়ে ওঠে।


Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions