Answered 2 years ago
বাংলাদেশের এক তৃতীয়াংশ জেলা আমার ঘোরা হয়েছে। কোনটায় কাজের খাতিরে গিয়েছি আবার কোনটায় জাস্ট ভ্রমণে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রাজশাহী।
রাজশাহী যাবার আগে বাবার মুখে শহরটার অনেক কথা শুনেছি। বাবাতো বলেই বসলেন রাজশাহী নাকি এশিয়ার সবচেয়ে সুন্দর শহর!!! যদিও তখন কথাটা একটু বেশি বাড়িয়ে বলা মনে হয়েছিল। আর মনে হবে না কেনো!! বাবার ছাত্রজীবনের বর্নাঢ্য সময় যে ওখানেই কেটেছে। কাজেই রাজশাহী শহরটার প্রতি বাবার আলাদা একটা আবেগ থাকবে এমন হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু বিশ্বাস করুন রাজশাহী যাওয়ার পরে আমার মনে হল বাবা একটুও বাড়িয়ে বলেননি। পুরো শহরটাকে মনে হয়েছে অনেক পরিষ্কার। আমার মনে হয়েছে বাংলাদেশে রাজশাহীর মতো পরিষ্কার শহর আর দ্বিতীয়টি নেই। রাজশাহী ভার্সিটি, রুয়েট, মেডিকেল ক্যাম্পাসে গিয়েছি। ছয় বছর আগের স্মৃতি এখনো ফিকে হয়নি। প্যারিস রোডটা যেনো এখনো চোখে ভাসে। বেশ তাড়াহুড়া করে ঢাকায় ফিরে আসতে হয়েছিল। মাত্র তিন দিনে কি পুরো শহরটাকে দেখা সম্ভব!!! ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার যাবো। ভালো থাকুক নির্মল বাতাসের শহর রাজশাহী 💕
Moushumi Hamid publisher