বাংলাদেশের কোন জেলার মেয়েরা জীবন সঙ্গিনী হিসেবে পারফেক্ট হয়?

1 Answers   7.5 K

Answered 1 year ago

উত্তরটা দেবো! তার আগে বলুন. কার জন্য পারফেক্ট? আমার জন্য যিনি পারফেক্ট জীবন সঙ্গিনী তিনি আপনার জন্য পারফেক্ট নাও হতে পারেন। হ্যাঁ। এটাই স্বাভাবিক। সব এলাকার বা ৬৪ জেলার সকল থানার বা সকল গ্রামের তথা সকল পাড়ার মানুষের মধ্যেই যেমন ভিন্নতা আছে. তেমন মিলও আছে। আমি আসলে বলতে চাচ্ছি. জীবন সঙ্গিনী পারফেক্ট হতে হলে যেমন লাগবে সঙ্গীর প্রতি যথাযথ ভালোবাসা. প্রেম. মমত্ববোধ. ভক্তি. শ্রদ্ধা ইত্যাদি। তেমনি আবার সঙ্গী কি চান বা তার সকল কিছু কেমন. সেটিও জরুরী। একজন ডাক্তারের স্ত্রী শিল্পী হলে কেমনে চলে! চাষির স্ত্রী ডাক্তার হলে! কে কাকে কখন সময় দেবে! এতে কোন এলাকার হলে মানানো যেতে পারে বলুন! যাইহোক সম্মানিত পাঠকবৃন্দ. সকল জেলার মেয়েরাই সকল জেলার ছেলেদের জন্য পারফেক্ট জীবন সঙ্গিনী হতে পারে। তবে এখানে শুধু ছোট্ট একটা গল্প মনে রাখতে হবে। এক সন্যাসী একটা মেয়ে ইঁদুর পেয়ে মানুষ বানিয়ে নিজে পালন করেছিলেন। বয়স হলে ভালো এবং পারফেক্ট স্বামী খুঁজতে গিয়ে বায়ু. সূর্য. মেঘ. পাহাড় সবাইকে রিজেক্ট করে শেষ পর্যন্ত এক ইঁদুরকেই পারফেক্ট হিসেবে পান। (খুবই সংক্ষিপ্ত) বুঝাতে পারিনি বোধহয়। জেলাভিত্তিক নয়. নিজের সাথে মিলিয়ে জীবন সঙ্গিনী খোঁজাটাই উত্তম। ভূল মার্জনীয়।
Rita khatun
ritakhatun
491 Points

Popular Questions