বাংলাদেশের কিছু দুর্লভ ছবি দেখাবেন কি?

1 Answers   4 K

Answered 2 years ago

বনফুলের ছবি। অনেকে ভাবতে পারেন বনফুলের ছবি আবার দুর্লভ হলো কবে থেকে! হ্যাঁ, দুর্লভ হিসেবে বিবেচ্য হতে পারে। বাংলাদেশের বনফুল দিন দিন হারিয়ে যাচ্ছে। গ্রামীণ ঝোপঝাড় ধ্বংস, কৃষি জমির সম্প্রসারণ, আবাসন, শিল্পায়ন, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি কারণে অনেক প্রজাতির বনফুল, লতাগুল্ম বিলুপ্ত হয়ে যেতে বসেছে। ফলে বাগানের হাইব্রিড ফুল যতটা সহজলভ্য হচ্ছে, বনফুল যেন তত দুর্লভ হয়ে উঠছে।

Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions