বাংলাদেশের এমন কোনও রাজনৈতিক নেতার নাম বলতে পারবেন কি যে নিঃস্বার্থ নেতা (হোক সে যেকোনো দলের)?

1 Answers   7.5 K

Answered 1 year ago

রাজনৈতিক নেতাদের কাজ নিঃস্বার্থ হওয়া নয়। যে কোন রাজনৈতিক নেতার রাজনৈতিক স্বার্থ থাকবে এটাই স্বাভাবিক। এখন সেই স্বার্থ আপনার পক্ষে না বিপক্ষে আপনি সেটা জানতে চাইতে পারেন। আমার দেখা মতে বাংলাদেশে জোনায়েদ সাকি এমন একজন নেতা যিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। নীতি - আদর্শের রাজনীতি করেন।
Nahiyan Bin Josim
nahiyan
315 Points

Popular Questions