Answered 2 years ago
বিল্যান্সার নামে একটা বাংলাদেশি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে। তবে আমি আপনাকে হাতজোড় করে অনুরোধ করব বিবেকহীন, বর্বর, অশিক্ষিত দেশীয় ক্লাইন্টের কাজ করবেন না। ৫০০ টাকায় ইকমার্স ওয়েবসাইটের অফার নিজ চোখের দেখা বা শোনার আগে মৃত্যু হওয়া ভালো। এমন অসহ্য ও অমানবিক অফার দেখা লাগবে যে ইচ্ছে করবে নিজের কিডনি বিক্রি করে হলেও টাকা ম্যানেজ করে হিটম্যান হ্যায়ার করে এমন অমানবিক অফার কারীকে মেরে দিতে হবে। নইলে সমাজ ও পৃথিবী শেষ হয়ে যাবে।
aariv publisher