Answered 2 years ago
দেখুন, প্রথম কথা হইল বাংলাদেশের কোন হুজুর এরকম বলেছেন সেই রেফারেন্স আপনি প্রশ্নে দেননি। এর মানে, হুজুরের নাম ভাঙিয়ে আপনি আসলে নিজের প্রশ্নটি করেছেন হুজুর শ্রেণীর গায়ে অপবাদ দিতে। এটার দরকার নেই। অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা আর হতদরিদ্র সামাজিক অবস্থানের কারণে বাংলাদেশের বেশিরভাগ হুজুরদেরই অবস্থা আগে থেকেই খারাপ। ঠিক যেমনটি ভারতীয় নানা প্রকার সাধু আর বাবাদের কাহিনী আমরা পত্রিকায় পড়ি। ধর্মান্ধতা, সিঙ্গেল ট্র্যাক শিক্ষা- সেটা মোল্লা, পুরোহিত, পাদ্রী ভান্তে যে-ই হোক, সমাজের জন্য ক্ষতিকর।
Nayeem Khan publisher