বাংলাদেশের এক হাজার টাকায় আমি ইন্দোনেশিয়ায় কী কিনতে পারবো?
6
0
1 Answers
5.5 K
0
Answered
2 years ago
ইদানিং সুইস টিপে সকল তথ্য বের করা যায়। তাই খুব সহজেই বিভিন্ন দেশের টাকার মান খুঁজে পাওয়া যায়। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম - Rp (Rupiah)।
1000 Tk = 140000 Rp
বোঝা গেলো, বাংলাদেশ এক হাজার টাকায়, ইন্দোনেশিয়াতে প্রায় দেড় লক্ষ রুপিয়াহ পাওয়া যাবে। এমন হিসাব দেখে প্রশ্নকারী মনে করছেন - লক্ষ রুপিয়াহ, হয়তো অনেক কিছু কেনা যাবে।
আপনি জেনে হতাশ হবেন, ওটা লক্ষ রুপিয়াহ নয়। ওটা মাত্র 140 রুপিয়াহ। ইন্দোনেশিয়ার মুদ্রাতে অযথা 000 (তিনটা শূণ্য) দেওয়া থাকে। আপনি যেটা 140000 দেখছেন, ওটা আসলে 140 (শেষের 000 বাদ দিন)।
আমার এই 000 থিওরী বুঝতে সমস্যা হলে, প্র্যাক্টিক্যাল দেখুন। ছবিতে 140000 রুপিয়াহ দেখা যাচ্ছে। এটা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি নয়। ছবিটা আমি নিজে তুলেছি। লেখার ফাঁকে, পকেট থেকে টাকা বের করে, এই ছবিটা তুলেছি।
ভেবে দেখুন - ওটা যদি সত্যিই লক্ষ টাকা হতো, তাহলে আমি জায়গায় বসেই পকেট থেকে বের করতে পারতাম না। মানুষ টাকা ব্যাংকে রাখে। পকেটে লক্ষ টাকা নিয়ে বসে থাকে না। ওটা অল্প টাকা বলেই, পকেটে রয়েছে।
ছবিতে 140000 রুপিয়াহ দেখা গেলেও, ওটা আসলে 140 রুপিয়াহ (শেষের 000 বাদ দিন)।
যারা এখনো বোঝেন নি, তারা বিষয়টা বুঝতে বাজারে চলুন। দেখি 140000 রুপিয়াহ খরচ করে, কি কেনা যায়।
চাল (২ কেজি) - 30000 Rp
মুরগী (১ কেজি) - 45000 Rp
তেল (আধা লিটার) - 20000 Rp
ডিম (১ ডজন) - 20000 Rp
দুধ (১ লিটার) - 20000 Rp
ব্যস, আপনার 135000 রুপিয়াহ খরচ হয়ে গেছে। বাকী 5000 রুপিয়াহ দিয়ে বড়জোর এক কাপ চা হতে পারে। সামান্য চাল, তেল কিনে লক্ষ রুপিয়াহ শেষ।
বোঝা গেলো - বাংলাদেশের এক হাজার টাকায় লক্ষ রুপিয়াহ পাওয়া গেলেও, সেটা দিয়ে তেমন কিছুই কেনা যায় না। কারণ, নামে লক্ষ হলেও, ওটা আসলে খুবই অল্প টাকা।
thenh publisher