বাংলাদেশের এই সময়ের সবচেয়ে মেধাবী ব্যক্তি কে বলে মনে করেন?

1 Answers   11.4 K

Answered 2 years ago

ড: মাহবুব মজুমদার। এম আইটি থেকে স্নাতক, স্ট্যানফোর্ড থেকে স্নাতকোত্তর, কেম্ব্রিজ থেকে পিএইচডি, লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে পোস্ট ডক। দেশের প্রতি ভালোবাসার টানে এবং বাবা বদিউল আলম মজুমদারের উৎসাহে ২০০৫ সালে দেশে চলে আসেন। বিশ্বের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পান নি। ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং গণিত অলিম্পিয়াড দল এর ইন্সট্রাক্টর হন।

১৯৭১ সালে জন্ম নেওয়া মাহবুব মজুমদার ছোটবেলায়ই বাবামায়ের৷ সাথে যুক্তরাষ্ট্রে চলে যান। হাইস্কুল পর্যায়ে দুইবার যুক্তরাষ্ট্রের সেরা শিক্ষার্থী হিসেবে প্রেসিডেন্ট পদক অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে এবং ওয়াশিংটন স্টেটস পর্যায়ে বেশ কয়েকবার ম্যাথমেটিক্স এওয়ার্ড লাভ করেন।কেম্ব্রিজে কিংবদন্তি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর সাহচর্য লাভ করেন। হকিং তার লেখা বিভিন্ন বইয়ে যেকয়েকজন হাতেগোনা প্রিয় ছাত্র শিক্ষক সহকর্মীদের নাম উল্লেখ করেন তাদের মধ্যে ড:মাহবুব অন্যতম। বাবা বদিউল আলম মজুমদার মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে নানানভাবে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সম্পাদকের দায়িত্বও পালন করছেন বদিউল আলম মঞ্জুমদার। ড: মাহবুব এর হাত ধরে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করে। তার ছাত্রদের মধ্যে অনেকেই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

Chahal
Chahal
301 Points

Popular Questions