Answered 2 years ago
ইতিহাস হলো মৃত মানুষের গল্প। এমন গল্প জেনে কোন লাভ ক্ষতি নেই। গণিত, বিজ্ঞান, ভূগোল, ইত্যাদি জ্ঞান আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগে। কিন্তু ইতিহাসের জ্ঞান কোন কাজে লাগে না। তবে, বাংলাদেশের মানুষের দুই-একটি ইতিহাস জানা উচিত। কারণ, তারা সেগুলো তাদের চলমান জীবনে কাজে লাগায়।
ভাষা আন্দোলন শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারি নয়। ভাষা আন্দোলন হয়েছিল দীর্ঘ ৯ বছর ধরে। বেশিরভাগ মানুষই সেই ৯ বছরের আন্দোলনের কথা জানে না। তাই, সবাই ভাষা আন্দোলনকে একটি দিনের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে।
ভাষা আন্দোলন হয়েছিলো ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত। দীর্ঘ এই ৯ বছরে অনেক কিছু হয়েছে। প্রতিবাদ, মিছিল, রাজনীতি, সবই হয়েছে। এই ঘটনাবহুল ৯ বছরের বিশেষ একটি দিন হলো ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী। তখন গুলিতে কিছু ছাত্র নিহত হয়।
ভাষা আন্দোলনের পরেও, বাংলা কখনোই পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়নি। বাংলা হয়েছিল দ্বিতীয় ভাষা (second official language)। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে, বাংলা রাস্ট্রভাষা হয়।
এই ইতিহাস অজানা বলেই, মানুষ মন্দিরের মতন আলপনা আঁকে, পুজার মতন ফুল দেয়। কিন্তু, ভাষা শহীদরা তেমন কোন মর্যাদা পায় না। মুক্তিযোদ্ধারা বিভিন্ন সন্মাননা পায়, তাদের পরিবার বিভিন্ন সুযোগ সুবিধা পায়। ভাষা শহিদেরা কিছুই পায় না।
rumman publisher